বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট রেজিস্ট্রেশনের জন্য আপনাকে প্রথমে
https://account.bkash.com/personal-retail-account/registration/steps/0
এই লিংক এ যেতে হবে । এখানে যা যা চাইবে সব স্টেপ কমপ্লিট করে বিকাশ PRA একাউন্ট
রেজিস্ট্রেশন করতে হবে ।
১০০ টাকা বোনাস পেতে হলে প্রথমে আপনাকে
https://business.bkash.com/sign-up/?referrerWallet=01515686326
এই লিংক থেকে বিজনেস ড্যশবোর্ড এর জন্য সাইন আপ করতে হবে ।
- এখানে আপনার mobile number চাইবে ।
- যে নাম্বারে PRA করা আছে সেই নম্বর টি দিবেন ।
- OTP ভেরিভিকেশন করবেন ।
- Email চাইবে দিবেন ।
- আবার Email চাইবে দিবেন ।
এর পর আপনার ইমেইল এ ভেরিফিকেশন লিংক যাবে ।
তারপর এ এই মেইল এর
verification link লেখার উপরে ক্লিক দিয়ে ভেরিভাই করবেন ।
তারপর আপনার কাছে দুই টা মেইল আসবে । একটা no-reply থেকে আরেকটা admin.business
থেকে ।
আপনি admin.business মেইল ওপেন করবেন ।
ওপেন করার পর আপনার কাছে এমন একটা মেইল থাকবে । সেখান থেকে Bkash Business
Dashboard
লেখার উপর ক্লিক দিবেন ।
এর পর আপনাকে Password সেট করতে বলবে । Password অবশ্যই শক্তিশালি
হতে হবে ।
উদাহরন ঃ Tt5566## /
Bd7889@@ এমন কিছু ।
Note: অনেক সময় আপনাকে
Temporary Password মেইল এ দিয়ে দিতে পারে । তখন আপনাকে আগে Temporary
Password বসিয়ে তার পর Password সেট করতে হবে ।
Final Step:
আপনি গেট পেমেন্ট লিংক এ ক্লিক করলে আপনার কাছে এমন একটা পেইজ আসবে
।
আপনি ক্রিয়েট পেমেন্ট লিংক এ ক্লিক দিবেন । তার পর এমন একটা পেজ
আসবে ।
Enter ammount এ ১০০ লিখবেন আর নিচে কিছু একটা লিখে দিবেন ।তার পর
ক্রিয়েট লিংকে ক্লিক করুন, তারাপর কপি লিংকে ক্লিক করে লিংকটি কপি করুন
। তারপর ঐ কপি করা লিংক টিতে যেকোনো বিকাশ পার্সোনাল
একাউন্ট থেকে ১০০ টাকা পেমেন্ট করলে
আপনি বোনাস পাবেন ৫০ টাকা এবং
আপনাকে যে রেফার করছে সে পাবে ১০০ টাকা ।
Note:
অবশ্যই লিংক এ ক্লিক করে পেমেন্ট করতে হবে । USSD বা Apps থেকে পেমেন্ট
করলে বোনাস পাবেন না ।
এখন প্রশ্ন হলো আপনি কিভাবে রেফার করবেন ??
খুবই সহজ । ২ টি উপায় আছে । প্রথম উপায় অধিক কার্জকরি ।উপায় ১ঃ
https://business.bkash.com/referandearn/refer
স্কিনশট এর মতো করে উপরের বক্সে আপনার PRA নম্বর
এবং নিচের বক্সে আপনার বন্ধুর নম্বর
। আপনি রেফার করার ৭ দিন এর মধ্যে বন্ধু ড্যশবোর্ড এ
রেজিশট্রেশন করে লিংক এর মাধ্যমে ১০০ টাকা পেমেন্ট নিলেই আপনি পাবেন ১০০ টাকা বোনাস এবং আপনার বন্ধু ৫০।
উপায় ২ঃ
https://business.bkash.com/referandearn এই লিংক এ ক্লিক দিবেন তারপর আপনার PRA নম্বর দিবেন তারপর একটি
লিংক ক্রিয়েট হবে । অই লিংক সবাইকে দিবেন । সবাই অই লিঙ্ক এ
ক্লিক দিয়ে ড্যশবোর্ড Registration করলেও আপনি ১০০ টাকা
বোনাস পাবেন ।
খুব ই ভাল লাগছে । এতো সুন্দর ও সহজ এ বুঝানোর জন্য ধন্যবাদ ।
ReplyDeleteVery useful. Thanks ❤️
ReplyDeleteIncredible creation
ReplyDelete